মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়ে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে নিম্ন আদালতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে। তাকে পুনরায় গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনসহ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (১৮ জুলাই) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২০২২ খ্রিষ্টাব্দের নভেম্বরে নিম্ন আদালতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে জামিন চান শিক্ষক। পরে ভুক্তভোগী ছাত্রীকে বিয়ে করা ও এক একর জমি লিখে দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
কিন্তু ওই শিক্ষক জালিয়াতি ও ভুয়া কাগজপত্র দেখিয়ে উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান। মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আইনে তার বিচার ও সাজা প্রদানসহ আগের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে সর্বোচ্চ শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেতা লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বরে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। গণরোষের মুখে প্রশাসন করল্যাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে গ্রেফতার করে। পরে বিচারিক আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।