নওগাঁ সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল শনিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলার সকল স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রফিক), ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাটসহ অনেকে।
এসময় অতিথিরা বলেন নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তুলতে পারে। মেধাবী হতে গেলে অবশ্যই খেলাধুলার সঙ্গে জড়িত থাকতে হবে। খেলাধুলা শরীর ও মনকে যেমন সুস্থ রাখে তেমনি প্রতিটি কাজেও ব্যাপক অনুপ্রেরণা যোগায়। দেশের মেয়েরা খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
তারা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতেই সরকার এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।