নটর ডেম কলেজে ঢাবি ভর্তি পরীক্ষায় ১৫ মিনিট দেরি, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি |

কর্তৃপক্ষের অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নটর ডেম কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার্থীরা। শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার্থীদের অভিযোগ ১৫ মিনিট বিলম্ব করে পরীক্ষা শুরু করেছে।  পরীক্ষার্থীদের অনেক আপত্তির পর মাত্র ৫ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

নটর ডেম কলেজ কেন্দ্রের একাধিক পরীক্ষার্থী টেলিফোনে দৈনিক শিক্ষাডটকমকে এ অভিযোগ জানিয়েছেন। কেন্দ্রটির ৩০৪ নম্বর কক্ষের একজন পরীক্ষার্থী বলেন, ১৫ মিনিটর দেরিতে খাতা ও প্রশ্ন নিয়ে আসেন দায়িত্বরত শিক্ষকরা। আমরা আপত্তি জানালে মাত্র পাঁচ মিনিট সময় বাড়িয়ে দেন এবং পরীক্ষা শেষ হয় ১২ টা ৩৫ মিনিটে। সকাল এগারোটায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কঠিন প্রতিযোগীতামূলক এ পরীক্ষায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। প্রতিটি সেকেন্ড যেখানে মূল্যবান সেখানে দশ মিনিট তো অনেক সময়। 

এদিকে পরীক্ষা শেষ হওয়ার পরপর মুঠোফোনে কলেজটির অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও’র সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায় নি। কলেজটির টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি জানান, এ বিষয়ে তিনি জানেন না। তিনি মাত্র এসেছেন। তবে পরীক্ষা শেষ হয়েছে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে অধ্যক্ষকে টেলিফোনে পাওয়া যায় । তিনি দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি। 

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সঙ্গে কথা হলে, এ বিষয়ে তিনি অবগত না। 

অধ্যাপক আবদুল বাছির বলেন, অনেক সময় জনবলের অভাব কিংবা শিক্ষকদের গাফিলতির কারণে এমনটি ঘটে থাকে। যদি পাঁচ মিনিট দেরি করে শুরু করে থাকে ; পরবর্তীতে সেটি দিয়ে থাকলে খুব একটা অসুবিধা নেই। তারপরেও বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করছি। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর কয়েকটি কেন্দ্রসহ আট বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে বেলা ১১টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে ২ হাজার ৯ শত ৩৪টি আসনের বিপরীতে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন পড়ে, সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন ৪২ জন ভর্তিচ্ছু।


পাঠকের মন্তব্য দেখুন
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0027971267700195