নেত্রকোণার কেন্দুয়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ উৎসব করা হয়েছে। রোববার মোট ৬২ হাজার ২৬২ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এসব বই পেয়েছেন ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৩টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদরাসা ও ৮টি কারিগরি স্কুলের শিক্ষার্থীরা।
কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, কেন্দুয়া উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৩টি নিবন্ধিত স্কুলের মোট ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যপুস্তুক পেয়েছেন। উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালন করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় এবং কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।