নতুন বই পেলেন নওগাঁর সোয়া ৫ লাখ শিক্ষার্থী

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ |

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নতুন বছরের প্রথম দিনে সারা দেশের মতো বিনামূল্যের নতুন পাঠ্যবই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত নওগাঁর কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সোয়া ৫ লাখ শিক্ষার্থী হাতে পেয়েছেন নতুন বই। হাতে হাতে নতুন বই নিয়ে উল্লাসিত শিক্ষার্থীরা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে হাজির হন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয়গুলো।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও ইবতেদায়ী পর্যায়ে জেলার ১১টি উপজেলায় মোট শিক্ষার্থী হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৩৭২ জন। এসব শিক্ষার্থীর জন্য চাহিদা দেয়া হয়েছিল ৩০ লাখ ৬ হাজার ৩২০টি। তারমধ্যে বই এসেছে ১৮ লাখ ৩৮ হাজার ৯৫৯ টি। বাকী আছে ১১ লাখ ৬৭ হাজার ৩৬১ টি বই। এরমধ্যে এসএসসি সাধারণ শাখায় শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৬২ জন। এ শাখার শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ১৮ লাখ ৩৬ হাজার ৭৮৫ টি তার মধ্যে বই এসেছে ১২ লাখ ৬৫ হাজার ৯৮৯ টি, দাখিল শাখায় শিক্ষার্থী রয়েছে ৪৪ হাজার ৭৮০ জন, এ শাখায় বইয়ের চাহিদা রয়েছে ৬ লাখ ৮২ হাজার ৩০৫টি। এরমধ্যে এসেছে ১ লাখ ৭৮ হাজার ৩৭০ টি। ইবতেদায়ি শাখায় শিক্ষার্থী রয়েছে ৫০ হাজার ৩১০ টি, এ শাখায় বইয়ের চাহিদা রয়েছে ৩৯ হাজার ৩২৮টি। এরমধ্যে বই এসেছে ৩ লাখ ৮৮ হাজার ৭০০টি। এসএসসি (ভোকেশনাল) শাখায় শিক্ষার্থী রয়েছে ৪ হাজার ৩০০ জন। বইয়ের চাহিদা রয়েছে ৬৮ হাজার ৬৬০ টি তার মধ্যে বই এসেছে ৫ হাজার ৯৩০ টি, এসএসসি (ভোকেশনাল ট্রেড) শাখায় শিক্ষার্থী রয়েছে ২ হাজার ৯৫০ জন। এ শাখার শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২১ হাজার ৮৪০ টি। এ শাখার কোন বই আসেনি। দাখিল (ভোকেশনাল) শাখায় শিক্ষার্থী রয়েছে ৫০ জন। এ শাখার শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ৭৮০ টি। এ শাখায় এ পর্যন্ত কোন বই আসেনি এবং এসএসসি (ইংরেজি ভার্সন) শাখায় শিক্ষার্থী রয়েছে ২২০ জন। এ শাখার শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২ হাজার ৬৭০টি কিন্তু এ শাখায়ও এ পর্যন্ত কোনো বই আসেনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থী রয়েছে ২ লাখ ৬১ হাজার ৪৯৮ জন। এরমধ্যে শিশু শ্রেণিতে রয়েছে ৪২ হাজার ৮১৭ জন শিক্ষার্থী, প্রথম শ্রেণিতে রয়েছে ৫২ হাজার ৭১৩ জন, দ্বিতীয় শ্রেণিতে রয়েছে ৫১ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী, তৃতীয় শ্রেণিতে রয়েছে ৫১ হাজার ৪৩১ জন, চর্তুথ শ্রেণিতে রয়েছে ৫২ হাজার ৬৪ জন, পঞ্চম শ্রেণিতে রয়েছে ৫৩ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের চাহিদা ছিলো ১২ লাখ ৯৭ হাজার ৮৫৫ টি বই। যার সব চলে আসায় সব শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো হয়েছে। 

রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুর দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে যেন খুশির সীমা নেই। 

ঈশ্বর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর ইসলাম তুহিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নতুন বই পেয়ে আমি খুশি। আমার খুব ভালো লাগছে। নতুন বই পাওয়া কি যে আনন্দ তা বলে বুঝানো যাবে না। 

পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মুনিরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নতুন কিছু পেলে সব সময় ভালো লাগে। তাই নতুন বই পেয়েও অন্য রকম আনন্দ হচ্ছে। 

জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হাবিব দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য দেয়া চাহিদা মোতাবেক শতভাগ বই এসেছে, যা আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জেলার সব স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে আজ। তবে চাহিদা অনুযায়ী সব বই এখনও জেলায় পৌঁছায়নি। আশা করছি খুব তারাতাড়ি বই পৌঁছে যাবে। বই হাতে এলেই আমরা সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেবো।


পাঠকের মন্তব্য দেখুন
এমপিওভুক্তির নতুন আদেশ জারি - dainik shiksha এমপিওভুক্তির নতুন আদেশ জারি জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন - dainik shiksha কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0059299468994141