নতুন শিক্ষাক্রম ইসলাম বিরোধী বলে অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ। নতুন শিক্ষাক্রমের ইসলাম বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, নতুন শিক্ষাক্রমে এ উপমহাদেশের মুসলিম শাসকদের হেয় করা হয়েছে। তাদের অত্যাচারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অপরদিকে অন্যান্য ধর্মাবলম্বী শাসকদের নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদিও তারা এ উপমহাদেশে অপসংস্কৃতি নিয়ে এসেছে।
তারা আরও বলেন, আমাদের দেশে গত ৫০ বছরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। পাশের দেশে এ সময়ে বেশ কয়েকবার দাঙ্গা হয়েছে। নতুন শিক্ষাক্রমে যেভাবে মুসলিমদের হেয় করা হয়েছে তার ফলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। আমরা মনে করছি বিদেশিদের মদদে সরকার এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
তারা আরও বলেন, সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে ছাত্র সমাজকে একত্রিত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।