বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম ও নির্বাচন বাতিলের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্মারকলিপি দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নতুন শিক্ষাক্রমকে বিতর্কিত আখ্যা দিয়ে এর পরিবর্তন চাচ্ছে দলটি। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা আখ্যায়িত করে তা বাতিল ও সংসদ ভেঙে দেয়ার দাবি জানাচ্ছে দলটি।
এ তিন দাবি জানিয়ে আজ রোববার দুপুরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার পরিকল্পনা করেছেন দলটির নেতারা। এর আগে সকালে বায়তুল মোকাররম উত্তর গেটে সমবেশ করবেন নেতাকর্মীরা।
শনিবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির।
তিনি জানান, 'আগামীকাল রোববার একতরফা পাতানো নির্বাচন বাতিল, অবৈধ সংসদ ভেঙে দেয়া এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম (জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১) পরিবর্তনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাষ্ট্রপতি বরাবর দেয়া হবে স্মারকলিপি দেয়া হবে। এর আগে সকাল ১১টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হবে।'