গোপালগঞ্জে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের মাস্টার ট্রেইনারদের ছয় দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার স্থানীয় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর। জেলার ২২৫ জন মাস্টার ট্রেইনার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আইয়ুবুর রহমান, মহিলা কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম আল মারুফ।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহে আলম, জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর পিযুষ কুমার রায়, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সুতপা ঘটক।