নীলফামারীর ডোমারে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরন-২২ কর্মসূচির আওতায় বিষয়ভিত্তিক পাঁচদিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলার দুই ভেন্যুতে অনুষ্ঠিত এই কর্মশালায় ৬৫৬ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ৩৫ জন শিক্ষক।
জানা গেছে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৬ জন প্রশিক্ষণার্থী শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন ১৯ জন শিক্ষক। অপরদিকে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৪ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন ১৬ জন শিক্ষক।