নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার দূর করতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামীকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের বিষয়গুলো পরিস্কার করতে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এনসিটিবির কর্তারা বলছেন, নতুন শিক্ষাক্রমের কিছু দিক নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে অভিভাবকদের মাঝে। তাদের অনেকে না বুঝেই এ শিক্ষাক্রমের বিরোধিতা করছেন।
সরকারি হাইস্কুল শিক্ষকদের মতে, নতুন শিক্ষাক্রম খুবই ভালো কিন্তু বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও দুর্নীতির দায়ে বরখাস্ত অধ্যক্ষ সেলিম ভুইয়া, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক সায়েদুজ্জামান, বিনই আমিনসহ কয়েকজন নামধারী শিক্ষক ফেসবুক গ্রুপ ও ভুইফোঁড় পত্রিকা খুলে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে টাকার বিনিময়ে এসব অপকর্ম করছেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যস ও প্রচার মাধ্যমে সাংবাদিক পরিচয়ে কর্মরত শিবির কর্মীরাও কোচিং সেন্টারের টাকায় অপপ্রচার চালাচ্ছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।