স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, যুগোপযোগী শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা অপরসীম। জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলাম বানিয়েছেন। এটি বাস্তবায়নে শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে আগামীতে শিক্ষার্থীরা গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তালমেলাতে পারবে। বিদেশে গিয়ে দেশের মর্যাদা বৃদ্ধিতে সক্ষম হবে। এজন্য শিক্ষকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।
শনিবার দুপুরে মণিরামপুরে জাতীয় শিক্ষাক্রমের প্রশিক্ষণে প্রশিক্ষণরত শিক্ষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এদিন মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক স্তরের প্রায় ১ হাজার ৭৩৪ জন শিক্ষকের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন কারিকুলামের ওপর পৃথক এ তিনটি ভেন্যুতে প্রশিক্ষণ নিচ্ছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক শাহেদ শাহান, যশোরের জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, প্রধান শিক্ষক তপন দাস, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ অনেকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।