নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন তদারকিতে মাস্টার ট্রেইনাররা

নওগাঁ প্রতিনিধি |

নতুন কারিকুলাম বাস্তবায়ন তদারকি করতে মাস্টার ট্রেইনারদের তদারকির নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন তিনি। গত বুধবার বিকেলে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইলে  নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। চিঠিতে এক একজন মাস্টার ট্রেইনারকে দুই বা তিনটি প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন তাদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

জেলা ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৭৪৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠদান চলছে। এই নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক মতো পাঠদান ও শ্রেণি মূল্যায়ন করা হচ্ছে কি-না তা দেখার জন্য এ নির্দেশনা দেন জেলা শিক্ষা কর্মকর্তা। 

এ কারিকুলাম বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পত্নীতলা উপজেলার মাস্টার ট্রেইনারদের তার নিজ প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বজায় রেখে সুবিধা মতো সময়ে পার্শ্ববর্তী দুটি বা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি-না তা দেখতে বলেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কোনো প্রতিষ্ঠানের কোনো বিষয়ের শ্রেণি শিক্ষক সঠিকভাবে পাঠদান করতে না পারলে সেই প্রতিষ্ঠানের দায়িত্বরত মাস্টার ট্রেইনার সেই শিক্ষককে সহায়তা করতেও বলা হয়েছে।

জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সরকার শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্যে নতুন কারিকুলাম রূপরেখা ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামে ক্লাস চলছে। শিক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশে সরকার বিপুল অর্থ ব্যয়ে সারা দেশে প্রায় ১৬ হাজার মাস্টার ট্রেইনার তৈরি করেছে। এসব মাস্টার ট্রেনারদের হাত ধরে গত জানুয়ারি মাসে সিংহভাগ শিক্ষককে ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে। নওগাঁ জেলায় ৩৬৩ জন মাস্টার ট্রেনার তৈরি করা হয়েছে। এখন মাস্টার ট্রেনাররা যাতে তাদের অর্জিত প্রশিক্ষণ জ্ঞান ধরে রাখতে পারে এবং একইসঙ্গে প্রশিক্ষণ জ্ঞানের চর্চা অব্যাহত রাখতে পারে এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে এই জ্ঞানটিকে বিনিময় করতে পারে তার জন্য মাস্টার ট্রেনারদের নিজ প্রতিষ্ঠান এবং অন্য পার্শ্ববর্তী এক বা দুটি প্রতিষ্ঠান তদারকি করে রিপোর্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দ্রুততম সময়ের মধ্যে দিতে বলা হয়েছে। 

তিনি আরো বলেন, শিক্ষাদান, শিখন কালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন  রিপোর্ট পর্যালোচনা করে দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত করতে এ ব্যবস্থা। একই সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি ষষ্ঠ শ্রেণীর এবং একটি সপ্তম শ্রেণীর ষাম্মাসিক সামষ্টিক  মূল্যায়নের  খাতার ফটোকপি সংগ্রহ করতে বলা হয়েছে। খাতাগুলো মাস্টার ট্রেনারদের দিয়ে দেখিয়ে দুর্বল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করতে বলা হয়েছে। প্রাপ্ত দুর্বল ও মফস্বল এলাকার প্রতিষ্ঠানগুলোকে পরবর্তীতে ইনহাউজ প্রশিক্ষণে এনে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ব্যাপারে এক ভার্চুয়াল সভায় সব মাস্টার ট্রেনারদের সহযোগিতা চাওয়া হয়েছিলো।


পাঠকের মন্তব্য দেখুন
অনুদান পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের সময় বাড়লো - dainik shiksha অনুদান পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের সময় বাড়লো চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা - dainik shiksha চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ - dainik shiksha সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান নুরের - dainik shiksha সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান নুরের মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রেজাউল করীম - dainik shiksha মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রেজাউল করীম শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর একদিনের বেতন ত্রাণ তহবিলে - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর একদিনের বেতন ত্রাণ তহবিলে শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের - dainik shiksha গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো: ড. ইউনূস - dainik shiksha শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো: ড. ইউনূস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028209686279297