দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সরকারিকৃত স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদের সংগঠন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতি। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে স্মার্ট শিক্ষাব্যবস্থা বিনির্মাণ বেগবান হবে বলেও আশা প্রকাশ করেছেন সমিতির শিক্ষক নেতারা।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।
সমিতিভুক্ত সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় নেতারা বলেন, নবগঠিত মন্ত্রিসভায় চট্টগ্রামের অবিসংবাদিত নেতা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ায় সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতি পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাঁর সুদক্ষ নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ আরো বেগবান হবে বলে সমিতি আশাবাদ ব্যক্ত করছে।
চট্টলবীর এ বি এম মহিউদ্দীন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল সরকারের গত মেয়াদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।