নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টার-ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়। শনিবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনারা যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব ইকবাল সোবহান চৌধুরী বলেন, আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্রময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্রময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।