নরসিংদীতে তিন দিনের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ আয়োজন উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস্ ফেডারেশনের উদ্যোগে মোট ৩২টি ইভেন্টে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৩৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলম, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, বেলাব উপজেলা নির্বাহী আয়েশা জান্নাত তাহেরা ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
এছাড়া প্রত্যেক উপজেলার শিক্ষা অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।