ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর রহস্যজনক ড্রোন ওড়ার খবর পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় আজ সোমবার ভোর পাঁচটা নাগাদ দিল্লিতে মোদির বাসভবনের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। তবে কে বা কেন এই ড্রোন ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা দিল্লি পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। এসপিজির সদস্যরা প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ।
এ ঘটনায় ইতিমধ্যেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এমনকি উড়তে দেখা ড্রোনটিরও কোনো হদিস মেলেনি। যোগাযোগ করা হয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গেও। কিন্তু কোনো ড্রোনের সন্ধান পাওয়া যায়নি।
দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কাছে খবর এসেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি শনাক্ত করতে না পারা উড়ন্ত জিনিস দেখা গেছে। কিন্তু আমরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে এমন কিছু পাইনি। এটিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের নজরেও এমন কিছু আসেনি।নিরাপত্তারক্ষীরা আদৌ কিছু দেখেছে কিনা আমরা নিশ্চিত নই।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনটি নো ফ্লাইং জোনের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কোনো উড়োজাহাজ বা ড্রোন ওড়ানো যাবে না। তারপরও কীভাবে ড্রোনটি উড়ল তা নিয়ে প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।