দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এবং গভর্নেন্স (এসআইপিজি) এ পাঁচ দিনব্যাপী কেস স্টাডি ভিত্তিক শিক্ষা (সিবিএল) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নেপালের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ শেষ হয়।
নেপালের ১১ জন সরকারি কর্মকর্তাদের অংশ নেয়া এই প্রশিক্ষণটি এসআইপিজির অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের অংশগ্রহণে পরিচালিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থান করা নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।
স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন (আইসি) অধ্যাপক শেখ তৌফিক এম হক, , ডিপার্টমেন্ট অব পলিটিকাল সায়েন্স অ্যান্ড সোশিওলজির চেয়ার (আইসি) এবং কোর্স পরিচালক ড. রিজওয়ান খায়ের, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান উপস্থিত ছিলেন।
নেপালের রাষ্ট্রদূত বলেন, শিক্ষাখাতে বাংলাদেশ নেপালের ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, এবং তিনি আগামী বছরগুলোতে এই সংখ্যা বেশি দেখতে চান।
প্রফেসর শেখ তৌফিক এম হক বলেন, এসআইপিজি এবং নেপালি সিভিল সার্ভিসের মধ্যে সহযোগিতা ২০০৮ খ্রিষ্টাব্দে শুরু হয়েছিলো, যখন এসআইপিজি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এবং ভুটানের সিভিল সার্ভিসের জন্য পাবলিক পলিসি ও গভর্নেন্সে ওপর আঞ্চলিক মাস্টার্স প্রোগ্রাম শুরু করে।
ড. আব্দুর রব খান বলেন, এনএসইউ নেপালি সিভিল সার্ভিসের জন্য এই আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত এবং এনএসইউ এবং নেপালি প্রতিষ্ঠানগুলির মধ্যে আরো সহযোগিতা জোরদার করার জন্য তিনি আশাবাদী।