দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠির নলছিটিতে ২ শিক্ষার্থীকে বহিষ্কার ও ২ শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়াও দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রসচিব মো. ফারুক আহমেদ খানকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা গ্রামের বিজি ইউনিয়ন একাডেমি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন-মারুফ হাওলাদার ও রুবাইয়া এবং শিক্ষকেরা হলেন-সম্ভু লাল চক্রবর্তী ও বিশ্বজিৎ বাড়ৈ। এদের মধ্য সম্ভু লাল চক্রবর্তী বি.জি ইউনিয়ন একাডেমির সহকারী শিক্ষক ও বিশ্বজিৎ বাড়ৈ সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলার কিছু সময় পর কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম অসদুপায় অবলম্বন করায় মারুফ হাওলাদার ও রুবাইয়া নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
খবর পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি দুই শিক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি কক্ষ পরিদর্শক সম্ভু লাল চক্রবর্তী ও বিশ্বজিৎ বাড়ৈকে অব্যাহতি দেন।
এ প্রসঙ্গে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান বলেন, বিষয়টি যেহেতু আমার কেন্দ্রে হয়েছে তাই এ দায়ভার আমি একেবারে এড়িয়ে যেতে পারি না। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। এখন থেকে আমি অত্যন্ত সতর্ক থাকবো। আর সে ব্যপারে কর্তৃপক্ষকে আমি ক্ষমা প্রর্থনাসহ বিষয়টি লিখত জানাবো।