নানা অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

দৈনিক শিক্ষাডটকম, চাঁদপুর |

ফরিদগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ওই শিক্ষা কর্মকর্তার  আর্থিক হয়রানি, বদলি, ভুয়া ডেপুটেশন আতঙ্কে ভুগছেন সাধারণ শিক্ষকরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি নিজ ফেসবুক আইডি থেকে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন। ৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন পোস্ট দিয়ে ভোল পাল্টিয়েছেন। বর্তমানে বিএনপি’র এক নেতাকে ফুফাতো ভাই পরিচয় দিচ্ছেন তিনি। তার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ শিক্ষকরা। এ বিষয়ে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় মানসিক চাপ প্রয়োগ করে অধিকাংশ স্কুল থেকে ৫ শত টাকা হারে আদায় করেছেন মাহবুবুর রহমান। এ ছাড়া স্কুল ভিজিট করলে তাকে ৫ শত টাকা দিতে হয়। ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করে দেবেন- এমন অসত্য আশ্বাসে কয়েক জনের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা, ৫০ হাজার টাকা স্লিপ বাজেট দেবেন বলে পাঁচ হাজার টাকা, বিষয়ভিত্তিক প্রশিক্ষণে শিক্ষকের নাম অন্তর্ভুক্তির জন্য ৫ শত টাকা হারে আদায় করেছেন। মৌখিকভাবে ডেপুটেশনের কথা বলে আর্থিক হয়রানি করেন। ২০২২ খ্রিষ্টাব্দে সকল স্কুলের শিক্ষকদের কাছ থেকে ৫ লাখ টাকা তুলে নিয়েছেন মা’র অপারেশনের কথা বলে। পরে শিক্ষকরা জানতে পেরেছেন তার মা’র অপরাশেন হয়নি।

কয়েকজন শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, হয়রানির ভয়ে টাকা দিয়েছি। তারা বলেছেন, আমরা হয়রানি থেকে নিস্তার চাই। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে হলে তাকে সরিয়ে দিতে হয়। অন্যথায়, অধস্তনরা কথা বলতে সাহস পান না। এ কারণে অভিযোগ প্রমাণ করা কষ্টকর হয়। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা সভাপতি বিল্লাল হোসেন বলেন, মাহবুবুর রহমান স্যারের আর্থিক  কেলেঙ্কারি নতুন নয়। সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির বলেন, এমন অভিযোগ অনেক দিনের। আমরা সরকারি চাকরির শৃংখলা বজায় রাখার প্রয়োজনে কিছু বলতে পারি না।

প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি বলেন, স্যার আমাদের সততা শিক্ষা দেবেন। উল্টো হয়রানি করেন এবং ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের নাম ভাঙান।  অভিযুক্ত মাহবুবুর রহমান বলেছেন, মা’র চিকিৎসার জন্য পাঁচ লাখ নয়, তিন লাখ সামথিং টাকা নিয়েছি। অন্যান্য টাকা নেয়ার দাবি সত্য নয়। কয়েকজন শিক্ষক আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে আর কোনো সহকারী শিক্ষা অফিসার আমার মতো পরিশ্রম করে না। নৌকা প্রতীকে প্রচারণা, ব্যানারে নিজের ছবি ছাপানো, ফেসবুকে অশালীন পোস্টের বিষয় সত্য নয় বলে দাবি করেন। ওই সময়, তার আইডি’র স্ক্রিনশট দেখালে তিনি সদুত্তর দিতে পারেননি।


পাঠকের মন্তব্য দেখুন
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.005702018737793