নিউ মডেল ডিগি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল বিবিএ ও সিএসই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনার্স প্রফেশনাল বিবিএ ও সিএসই কোর্সে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম ও বিশেষ অতিথি উপাধ্যক্ষ এবিএম বেলাল হোসেন ভূঁইয়া।
এ সময় আরো বক্তব্য দেন বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ দত্ত, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী আলম সিদ্দিকী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক হাসিনা বেগম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান কারিমুল মাওলা চৌধুরী, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো. খুরশিদ আলম।
অনুষ্ঠানে নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম বলেন, স্বপ্ন ছুঁতে অনার্সে ভালো ফলের কোনো বিকল্প নেই। ভালো ফলের জন্য সামনের কয়েকটি বছরে কঠোর পরিশ্রমের পাশাপাশি ইংরেজি, কম্পিউটার ও গণিত বিষয়গুলোতে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে।