নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শিক্ষক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি |

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১দিন পর ইব্রাহিম (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় বুলবুল সোনার (৩১) নামের শ্রীধরগুরনই দাখিল মাদরাসার খণ্ডকালীন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গ্রেফতার বুলবুল সোনারের তথ্যের ভিত্তিতে উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধরগুরনই গ্রামের পারাপার ঘাটের দক্ষিণ পাশ থেকে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার বিকেলে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এসব কথা জানান। নিহত শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে ও গ্রেফতারকৃত বুলবুল সোনার একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১০ নভেম্বর শিশুটি নিখোঁজ হলে তাকে খুঁজে না পেয়ে তার বাবা থানায় একটি ডায়েরি করেন। এরপর পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এরই এক পর্যায়ে রাতের জানালা দিয়ে শিশুটির বাবার শয়নকক্ষে একটি চিঠি পান। তাতে বলা হয় নতুন একটি সিম ও মোবাইল কিনে শিশুর বাবা যেন বাবুর দোকানের সামনে তুলার মধ্যে রেখে আসেন এবং ৬ লাখ টাকা রেডি রাখে। এরপর ২৬ নভেম্বর ১০টার পর থেকে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার মোবাইল ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। শিশু ইব্রাহিমের বাবার বক্তব্য, স্থানীয় সোর্স এবং প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় যে একই গ্রামের আব্দুল জলিল সোনারের ছেলে বুলবুল সোনার এর সঙ্গে জড়িত। পরের দিন বিকেলে থানা পুলিশ বুলবুল সোনারকে আটক করলে নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর বুলবুল সোনার পুলিশকে জানায় সে একজন মুদি দোকানদার এবং স্থানীয় শ্রীধর গুরনই দাখিল মাদরাসার খণ্ডকালীন শিক্ষক। তার বিভিন্ন জায়গায় ঋণ ছিল। সে সব টাকার জন্য তাকে বারবার চাপ দেয়া হচ্ছিলো, সে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যই সে শিশুর বাবার কাছ থেকে টাকা নেয়ার পরিকল্পনা করে। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

তিনি আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে শিশুটি গত ১০ নভেম্বর দুপুরে তার দোকানে গিয়ে পাঁচ-ছয়টি বেলুন ফাটায়। সে শিশু ইব্রাহিমকে দোকান থেকে চলে যেতে বললে সে চলে না গিয়ে আরও বেলুন চাইলে বুলবুল রাগ করে শিশুটিকে গলা টিপে হত্যা করে চা স্টলে পেছনে ছাইয়ের স্তুপের মধ্যে বস্তাবন্দি করে লাশ পুতে রাখে। পরবর্তীতে ১৮ নভেম্বর বালতিতে করে শিশুটির লাশ পাশে আত্রাই নদীর ভেতরে পুঁতে রেখে একটি বড় কংক্রিটের স্লাব দিয়ে চাপা দিয়ে রাখে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এলাকার লোকজনের উপস্থিতিতে বুলবুলের দেখানো স্থান থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠাবে বলেও জানানো হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল - dainik shiksha ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার - dainik shiksha শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর - dainik shiksha মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ - dainik shiksha নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে - dainik shiksha ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র - dainik shiksha ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054161548614502