নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : নিজের কলেজশিক্ষককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে এক শিক্ষকের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। ছবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রুবেল মোল্লা ঢাবির ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তারই কলেজশিক্ষক খাদেম রসুল সরকারকে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট করা এ ছবিটিতে শিক্ষার্থীদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। 

শিক্ষানুরাগীরা মনে করেন, ছাত্র-শিক্ষকের সর্ম্পকে শ্রদ্ধাবোধ কেমন হওয়া উচিত, তা এই ছবি থেকে শিক্ষা নিতে পারেন নতুন শিক্ষার্থীরা।  

এদিকে ছবিতে দেখা যায়, ক্লাসরুমে বসে আছেন শিক্ষার্থীরা। সামনে দাঁড়িয়ে একজন তাদের উদ্দেশে কথা বলছেন। পাশ থেকে ছবি তুলছেন আরেকজন।

জানা গেছে, সামনে দাঁড়িয়ে যিনি কথা বলছেন-তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবেল মোল্লার কলেজ জীবনের শিক্ষক খাদেম রসুল সরকার। তিনি নরসিংদীর আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রুবেল মোল্লার কলেজশিক্ষক ও কবি খাদেম রসুল সরকারকে তার ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আর এই দৃশ্যের মাধ্যমে এক উদাহরণ সৃষ্টি করেন তিনি।

পরে এর ছবি ফেসবুকে দেয়া হলে সবাই প্রশংসা করে নানা মন্তব্য করেছেন। 

রুবেল মোল্লা বলেন, খাদেম রসুল সরকার তার কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক। তিনি তার অত্যন্ত প্রিয় ছিলেন। শিক্ষক ক্যাম্পাসে আসার পর তিনি এমন একটি পরিকল্পনা করেন। 

পরে তার ক্লাসে বসে লেকচার ও প্রেজেন্টেশন শুনেছেন। তিনি নিজেও মানবতা ও মানুষ বিষয়ে শিক্ষার্থীদের নানা ধরনের উপদেশ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক বলেন, শিক্ষার্থীদের জন্য এটা দারুণ অনুপ্রেরণার একটি বিষয়। 

তারা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি খুব সুন্দর ক্লাস নিতে পারেন। পাশাপাশি কবি হওয়ায় শিক্ষার্থীদের কবিতাও শুনিয়েছেন।

এদিকে একটি ছবিসহ ‘একজন গর্বিত শিক্ষকের গর্বিত ছাত্র!’ শিরোনামে একটি স্ট্যাটাস দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

নিজের শিক্ষককে নিজের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে এনে পরিচয় করিয়ে দেয়া, একজন ছাত্রের জন্য এর চেয়ে গর্বের আর কী হতে পারে!

তাকবির আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘তিনি আমারও নরসিংদী মডেল কলেজের একজন কিংবদন্তি প্রিয় স্যার। স্যারর কাছে আমি পড়ে হিসাববিজ্ঞানে ৯০+ নম্বর তোলা খুবই ইজি ছিল।’


পাঠকের মন্তব্য দেখুন
বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ - dainik shiksha দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর please click here to view dainikshiksha website Execution time: 0.0032041072845459