দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ : নিদর্লীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। এসময় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তি, গণগ্রেফতার বন্ধের দাবিও জানান। মঙ্গলবার দুপুরে বাকৃবি ক্যাম্পাসে এ মৌন মিছিল করেন শিক্ষকরা।
মাইক্রোবায়োলজি বিভাগের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি গোলাম হাফিজ কেনেডী ও সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদের নেতৃত্বে শিক্ষকদের মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাস ও বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে।
মৌন মিছিলে ড. মাহবুব আলম, কোষাধ্যক্ষ ড. মাছুমা হাবিব, ড. শওকত আলী, ড. বাহানুর রহমান, ড. মোশাররফ উদ্দীন ভূঞা, ড. ওয়াকিলুর রহমান, ড. আবুল হাশেম, ড. আখতারুল আলম, ড. মুহাম্মদ গোলাম কাদের খান, ড. শাহেদ রেজা, ড. জোয়াদ্দার ফারুক আহাম্মদ, ড. সহিদুজ্জামান, ড. এম আরিফুল ইসলাম, ড. তাহসিন ফারজানা, ড. মুক্তা খান, ড. মোহাম্মদ আলম মিয়া, ড. গোলাম মুর্তুজা, ড. এম এ ফারুখ, ড. শহীদুল ইসলাম, ড. আবদুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা অংশ নেন।
এদিকে বাকৃবি শাখা ছাত্রলীগও পাল্টা মিছিল বের করে। বিএনপিপন্থী শিক্ষকদের অভিযোগ, তারা মিছিল নিয়ে বিভিন্ন অনুষদীয় ভবনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করার চেষ্টা করে। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।