নিরাপত্তা চেয়ে মাদরাসা অধ্যক্ষের জিডি

নিজস্ব প্রতিবেদক |

মাদরাসার পাশাপাশি পরিবারের নিরাপত্তা চেয়ে ঢাকার মিরপুরের হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.) কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ কে এম সাইফুল্লাহ ঢাকার দারুস সালাম থানায় একটি জিডি করেছেন।মাদরাসাটিতে হামলা চালানোর ঘটনা ঘটতে পারে আশঙ্কার কথা জানানো হয়েছে সেই জিডিতে। এমন আশঙ্কায় ইতোপূর্বে মাদ্রাসাটিতে পুলিশও মোতায়েন করা হয়েছিল। মূলত ওই ঘটনার পরই জিডিটি করা হয়।

গত ২৮ নবেম্বর ঢাকার দারুস সালাম থানায় জিডিটি দায়ের করেন হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.) কামিল এম এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম সাইফুল্লাহ। নম্বর ১৫৩৪। জিডিটি তিনি অভিযোগ করেন, মাদরাসার টাকা আত্মসাতের কারণে মাদরাসাটি থেকে সাময়িকভাবে বরখাস্ত হন উপাধ্যক্ষ মোহাম্মদ আফজাল হুসাইন। এ নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন রয়েছে। আদালত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তাকেই দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন। এ নিয়ে মাদ্রাসায় ভেতরে চরম উত্তেজনা বিরাজ করছে। তারই ধাবাহিকতায় গত ২১ ও ২৫ নবেম্বর বরখাস্তকৃত উপাধ্যক্ষ মোহাম্মদ আফজাল হুসাইন তার দলীয় লোকজন নিয়ে মাদ্রাসা দখলে নিয়ে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পাহারা বসায় শেষ পর্যন্ত আর সেই ঘটনা ঘটেনি।  

তবে আশঙ্কা রয়েছে। আফজাল হুসাইন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম সাইফুল্লাহকে তার দলীয় বাহিনী দিয়ে ভয়ভীতি ও জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি পরিবার নিয়ে মাদরাসার ভেতরে বসবাস করেন। এজন্য তিনি ও তার পরিবার খুবই আতঙ্কিত। এ ব্যাপারে আফজাল হোসেনের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে অভিযোগে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম সাইফুল্লাহর দাবি, ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়। ওইদিন হযরত শাহ আলী বাগদাদী (রহ.) কামিল মাদরাসা থেকে আনন্দ মিছিল বের হয়। এতে ক্ষিপ্ত হয়ে আফজাল হুসাইন, স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীদের নিয়ে মিছিলকারীদের ওপর হামলা করেছিলেন। তাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশে আঘাত করে। তার চিৎকারে আশপাশের মার্কেটের অন্য লোকজন জড়ো হলে তিনি প্রাণে বেঁচে যান। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই মাস তাকে চিকিৎসা নিতে হয়েছে। তার সারা শরীরে এখনও মারের সেই চিহ্ন রয়েছে। এ ব্যাপারে উপাধ্যক্ষ আফজাল হুসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মিথ্যা জিডি দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ঢাকার জেলা প্রশাসক সার্বিক ব্যবস্থা নিবেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0023999214172363