দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নিষিদ্ধ ও মৌলবাদী ছাত্র সংগঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। শুক্রবার (১৯ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. মনজুর মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতি ব্যথিত চিত্তে লক্ষ করেছে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে বুয়েটকে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে যুক্ত করে সামাজিক হেয়করণ করা হচ্ছে। বিষয়টি উদ্বেগের, এবং শিক্ষক সমিতি এ- বিষয়ে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছে। বুয়েট শিক্ষক সমিতি যেকোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার। কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনার আহ্বান সাধারণ সভায় জানানো হয়। এ-ব্যাপারে জাতীয় আইন-প্রয়োগকারী সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণের আহবান জানানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।