নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে নন-ক্যাডার চাকরি প্রার্থীরা

দৈনিকশিক্ষা ডেস্ক |

নন-ক্যাডার চাকরি প্রার্থীরা বিপাকে পড়েছেন। বিধি সংশোধন আটকে যাওয়ায় বন্ধ রয়েছে সব ধরনের নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম। চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হলেও এখনো পর্যন্ত নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম শুরু করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কবে নাগাদ নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম শুরু হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা কেউই।

এছাড়া বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার ও নন-ক্যাডার পদসংখ্যা উল্লেখ করায় তৈরি হবে দীর্ঘসূত্রতা। সংশ্লিষ্টরা বলছেন, পিএসসি উলটো পথে হাঁটছে। নন-ক্যাডার ইস্যু নিয়ে গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পিএসসির শীর্ষ ব্যক্তিরা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে জানতে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে এর আগে তিনি নন-ক্যাডার নিয়ে বলেছিলেন, নন-ক্যাডার নিয়ে সৃষ্ট সমস্যায় পিএসসির কোনো হাত নেই। সরকারের আইনকানুন অনুসরণ করে নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম পরিচালনা করে পিএসসি।

নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালার আওতায় ৪০তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগ দিতে পারছে না বলে মনে করছে পিএসসি। ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির সুপারিশের সুযোগ দেওয়া হয়। তখন ২৮তম বিসিএস থেকে ৩৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তিতে পদ উল্লেখ না থাকলেও সরকারের অনুরোধ সাপেক্ষে বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগের সুপারিশ করতে পারবে পিএসসি বলে বিধিতে উল্লেখ করা হয়। এরপরও পিএসসি ৩৫তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে। এখন বিধির দোহাই দিয়ে ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ বন্ধ রেখেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নন-ক্যাডার নিয়োগের বৈধতা চেয়ে গত ২৩ আগস্ট পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগের আগে যত শূন্য পদই আসুক, তা একটি বিসিএসে নিয়োগ দিয়ে শেষ করা যাবে না। কোন শূন্য পদ কোন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় এসেছে, তা বিবেচনায় আনতে হবে। এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। ৩৫ থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের বৈধতা চাওয়া হয় ঐ চিঠিতে। নন-ক্যাডার নিয়োগের বৈধতা দিতে বিধি সংশোধন করতে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

এদিকে নন-ক্যাডার জনপ্রশাসনের দায়িত্বে দেওয়ার ফলে জটিলতা বাড়বে বলে মনে করছেন পিএসসি সংশ্লিষ্টরা। তারা বলছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় মূলত পিএসসিকে ক্যাডার পদের চাহিদা পাঠিয়ে থাকে। জনপ্রশাসনের হাতে নন-ক্যাডারের দায়িত্ব দেওয়ার মাধ্যমে পিএসসি তার সাংবিধানিক অবস্থান দুর্বল করেছে। 

উল্লেখ্য, গত কয়েকটি বিসিএসে মেধার ভিত্তিতে ক্যাডার পদে নিয়োগের পর উত্তীর্ণ বাকি প্রার্থীদের নন-ক্যাডার হিসেবে অপেক্ষমাণ তালিকায় রাখা হতো। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে চিঠি দিয়ে তাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্য পদের সংখ্যা কত, তা পিএসসিতে পাঠানোর অনুরোধ করা হতো। সেখান থেকে পাঠানো পদের চাহিদা অনুযায়ী মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হতো।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ - dainik shiksha বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ please click here to view dainikshiksha website Execution time: 0.0028359889984131