দৈনিক শিক্ষাডটকম, রাজবাড়ী : রাজবাড়ীতে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম ওরফে লিটন (৪৪), আমিরুল ইসলাম (৩৯) ও আমান উল্লাহ (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত। তারা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জাল-জালিয়াতির মাধ্যমে আসল পরীক্ষার্থীর পরিবর্তে অন্যজনকে দিয়ে প্রক্সি পরীক্ষা দিয়ে দিত। তারা গত ৩০ মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে এবং ভুয়া পরীক্ষার্থী দিয়ে প্রক্সি দেয়ার চেষ্টা করে। ওইদিনই জেলা শহরের সিঙ্গার মোড় এলাকার হোটেল ৭১-এর নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।