নিয়োগ পরীক্ষা দিতে এসে দেখেন বিদ্যালয়ে তালা!

দৈনিক শিক্ষাডটকম, গোপালগঞ্জ |

দৈনিক শিক্ষাডটকম, গোপালগঞ্জ: স্কুলের জনবল নিয়োগ পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলতে দেখেন চাকরিপ্রার্থীরা। পরে খোঁজ নিয়ে জানতে পারেন  পরীক্ষা হবে না। কিন্তু, বিদ্যালয় কর্তৃপক্ষ কোন নোটিশ বা প্রার্থীদের বিষয়টি আগে জানান নি। তাই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যালয় আঙিনায় অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে যান তারা।

শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের কুমারিয়া লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

চাকরিপ্রার্থীরা জানান, গত বছরের ১১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের চারটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অফিস সহায়ক, নৈশপ্রহরী,পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ৩৫ জনচাকরি প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের ডাকযোগে চিঠি পাঠানো হয়। ২৪ মে শুক্রবার সকাল ১০টায় পরীক্ষার দিন ধার্য করা হয়।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয়ে এসে প্রতিটি কক্ষে তালা ঝুলতে দেখেন। খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষা হবে না। অথচ পরীক্ষা স্থগিতের বিষয়ে তারা কিছুই জানেন না। বিদ্যালয় থেকে তাদের কোনো প্রকার নোটিশ করা হয়নি। এমনকি বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায়ও টাঙানো নেই কোনো নোটিশ। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কতিপয় সদস্যরা তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ দেয়ার জন্য এমন অপচেষ্টা চালাচ্ছে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

চাকরিপ্রার্থী শান্তনা সরকার বলেন, ‘আমি আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেছি। ডাকযোগে চিঠির মাধ্যমে পরীক্ষার জন্য শুক্রবার আমাকে ডাকা হয়েছে। আমি স্কুলে এসে দেখি অফিস কক্ষে তালা দেয়া। আমার মতো আরও অনেকে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। আমাদের সাথে অবিচার করা হচ্ছে।’

চাকরিপ্রার্থী রিতা রানী মালাকারের স্বামী সুমন কুমার দাস বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবোধ কুমার দাসের পুত্রবধূ ও সদস্যদের মনোনীত প্রার্থী আগেই নির্ধারণ করা। শুধু লোক দেখানো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। যে কারণে এ ধরণের অপচেষ্টা চালানো হচ্ছে। কাউকে না জানিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইমরান সরদার বলেন,‘আমাকে মৌখিকভাবে স্কুলের দপ্তরি জানিয়েছিলেন আজ (শুক্রবার) নিয়োগ পরীক্ষা হবে। আমি ১০টার সময় স্কুলে এসে দেখি লোকজন জড়ো। স্কুলের অফিস কক্ষে তালা দেওয়া। দরজায় কোনো নোটিশও টাঙানো নেই। প্রধান শিক্ষকও আমাকে কিছু জানাননি।’

এ বিষয় বিদ্যালয়ের সভাপতি সুবোধ কুমার দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক সুশান্ত কুমার বলেন, ‘সভাপতির অসুস্থতার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দপ্তরির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ কক্ষের ভেতরেটাঙানো আছে। তবে ম্যানেজিং কমিটির যারা, তাদের মনে কি আছে আমি জানি না।’

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগমের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


পাঠকের মন্তব্য দেখুন
৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ - dainik shiksha ৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ বন্যা: ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ, নিহত ২ - dainik shiksha বন্যা: ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ, নিহত ২ উপবৃত্তি দিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আহ্বান - dainik shiksha উপবৃত্তি দিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আহ্বান এমপিওর দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মানববন্ধন - dainik shiksha এমপিওর দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মানববন্ধন দুর্নীতিবাজ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলির আল্টিমেটাম: মর্যাদা রক্ষা কমিটি - dainik shiksha দুর্নীতিবাজ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলির আল্টিমেটাম: মর্যাদা রক্ষা কমিটি বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় চালু রয়েছে ৪৪৪টি মেডিক্যাল টিম - dainik shiksha বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় চালু রয়েছে ৪৪৪টি মেডিক্যাল টিম একদিন ছুটি নিলেই মিলবে চার দিনের ছুটি - dainik shiksha একদিন ছুটি নিলেই মিলবে চার দিনের ছুটি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025060176849365