দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের পুকুর ও জমির ইজারার টাকা আত্মসাৎ ও বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ এনে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয়ের মূল গেটে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল বলেন, ‘একটি তদন্ত টিম গঠন করে অভিযোগের বিষয় খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।