সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধরত এক চাকরি প্রার্থী বিষপান করেছেন বলে জানা গেছে। উর্মি সিদ্দিকা নামে ওই ৩৫ প্রত্যাশী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে দাবি করেছেন অন্যান্য আন্দোলকারীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সোয়া দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ৩৫ প্রত্যাশীরা। বিকেল থেকে তারা অবরোধ শুরু করেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নীলক্ষেত মোড় ছাড়বেন না।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাসেল বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ঊর্মি সিদ্দিকা নামে একজন আন্দোলনরত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরবর্তীতে তাঁকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, লাগাতার কর্মসূচি অংশ হিসেবে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন হলেই আমরা এখান থেকে চলে যাবো। আমরা আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন চাই। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ চলবে বলেও জানান তারা।
পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনও দৈনিক শিক্ষাডটকমকে একই কথা জানান। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবরোধ চলবে।
শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে বসেন ৩৫ প্রত্যাশীরা। এতে নীলক্ষেত মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো।
অবরোধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রার কথা থাকলেও তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
৩৫ প্রত্যাশীদের দাবিগুলো হলো, চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।