নীলফামারীতে বই উৎসবের প্রস্তুতি

নীলফামারী প্রতিনিধি |

বছর শেষে বার্ষিক পরীক্ষা দিয়ে দিন গুনছে শিক্ষার্থীরা, কখন হাতে পাবে নতুন বই। এক সময় শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সিনিয়র শিক্ষার্থীর পুরাতন বই খুঁজতো। আর এখন বই শিক্ষার্থীদের দোরগোড়ায়। সারাদেশের মতো নীলফামারীতেও আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে বিদ্যালয়গুলোতে বিতরণ করা হচ্ছে নতুন বই। প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বই দেয়া হচ্ছে।

জেলা শিক্ষা অফিসের বইয়ের চাহিদা ও বরাদ্দ অনুযায়ী এবছর জেলায় বিতরণকৃত বইয়ের সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ১৬০ কপি। এর মধ্যে ডোমারে ৩ লাখ ১২ হাজার ৮৬৩, ডিমলা ৪ লাখ ৩০ হাজার ৮০০, জলঢাকা ৫ লাখ ৮৩ হাজার, কিশোরগঞ্জ ৩ লাখ ৩৫ হাজার, সৈয়দপুর ৩ লাখ ৪৪ হাজার ও সদরে ৫ লাখ ৬০ হাজার ৪০০ কপি। 

দাখিলে ডোমারে ৫১ হাজার ৯৯৮, ডিমলা ১ লাখ ৮ হাজার ৫০০, জলঢাকা ১ লাখ ৬৫ হাজার, কিশোরগঞ্জ ৮২ হাজার ৯৮০, সৈয়দপুর ৬৫ হাজার ৪৫০ ও সদররে ১ লাখ ১৫ হাজার ৬০০ কপি বই বিতরণ করা হয়েছে।
 
এবতেদায়িতে ডোমারে ৪১ হাজার ১০৬, ডিমলা ৫৪ হাজার, জলঢাকা ৯২ হাজার, কিশোরগঞ্জ ৫৬ হাজার ৬০০, সৈয়দপুর ৩৯ হাজার ৫০০ ও সদরে ৭৩ হাজার ৬০০ কপি বই বিতরণ করা হয়েছে।

এস.এস.সি ভোকেশনালে বই বিতরণ করা হয়েছে সদরে ২১ হাজার ৫০০, ডোমার ২২ হাজার ৬০০, ডিমলা ১৯ হাজার ৯০০, জলঢাকা ১৯ হাজার ২০০, কিশোরগঞ্জ ১১ হাজার ২৫০ ও সৈয়দপুরে ৮ হাজার ৪৪০ কপি।

দাখিল ভোকেশনালে সদরে ৫ হাজার, ডোমার ৩ হাজার ৪০০, ডিমলা ২ হাজার ৮০০, জলঢাকা ২ হাজার ৯৪০, কিশোরগঞ্জ ৩ হাজার ৪০০ ও সৈয়দপুরে ৯৬০ কপি বই বিতরণ করা হয়েছে ।

কারিগরি ট্রেডের বই বিতরণ করা হয়েছে সদরে ১৬ হাজার ৮৬০, ডোমার ৮ হাজার ৫০০, ডিমলা ৫ হাজার ৪৮০, জলঢাকা ৮ হাজার ৩৬০, কিশোরগঞ্জ ৩ হাজার ৮৯০ ও সৈয়দপুরে ৩ হাজার ৪১০ কপি।

এছাড়া ইংরেজি ভার্সনে ৩ হাজার ৮৮৩ কপি বই সরবরাহ করা হয়েছে। চাহিদা ও বরাদ্দকৃত প্রাপ্ত বই বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হচ্ছে। জেলায় মোট সরবরাহ করা বইয়ের সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ১৬০ কপি। গত বছরের তুলনায় এবছর বইয়ের চাহিদা বেড়েছে। গত বছর চাহিদা ছিল ৩৪ লা ৫৪ হাজার ৩১৫ কপি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চাহিদা ও বরাদ্দ অনুযায়ী প্রাপ্ত বই ইতোমধ্যে প্রতিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত হবে না। তিনি আরও বলেন বিনা মূল্যের বই বিতরণে অর্থ আদায় করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030379295349121