দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, শুধু নেতার পেছনে ঘুরঘুর করলেই হবে না, রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। দায়িত্ব পেলে সেই জ্ঞানকে দেশের প্রয়োজনে কাজে লাগাতে হবে।
শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকৌশলীদের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকব, পদ সৃজন হবে–এটা টেকসই উন্নয়ন নয়৷ ভাষা শিখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সারা বিশ্বে ছড়িয়ে পড়তে হবে।
তিনি বলেন, ডিপ্লোমা সম্পন্ন করাদের ছোট করে দেখে গ্র্যাজুয়েটদের নিয়ে সমাজে যে কৌলীন্য আছে, সেই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
নওফেল বলেন, শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য আর্থিক বিষয়ে মন্তব্য করতে চাই না।