'নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে'

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আজকে সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এই নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে জাতিকে তুলে আনার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীকে শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য তৈরি করলেই হবে না। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষকদের প্রতি অনুরোধ রইল আপনারা নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখবেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সামজিক মূল্যবোধ সম্পন্ন জাতি গড়ে তুলতে একজন শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আর ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে শিক্ষকদের এ দায়িত্ব পালন করতে হবে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, শিক্ষা ও জ্ঞানের বিকল্প কিছু নেই। যা বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই, তিনি ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। তার পরবর্তী কোন সরকার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ নেয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেশ কিছু প্রতিষ্ঠান সরকারিকরণ করেন। 

তিনি বলেন, কোনো আলোচনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর গড়ে তোলা তীব্র আন্দোলন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।  আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। সে স্বপ্ন বাস্তবায়নে শ্রেণি-পেশা নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। 

তিনি আরও বলেন, সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয় তারা আন্দোলনে নেমেছেন৷ এজন্য রাজধানীতে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। অনেকেই এ কারণে ভোগান্তিতে পড়ছেন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন মাহবুব-উল আলম হানিফ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হক, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা। 

কাউন্সিলে সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0025451183319092