দৈনিকশিক্ষা প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংগ্রহ ও রিপোর্ট কার্ড প্রস্তুতের অ্যাপ নৈপুণ্যে রেজিস্ট্রেশন করতে না পারা মাদরাসার তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফরমে এ মাদরাসাগুলোর তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রধানদের।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
অধিদপ্তরের পরিদর্শক মুহম্মদ হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দাখিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করে পাঠানোর বিষয়ে নির্দেশসা দেয়া হয়। তবে এখনো যেসব মাদরাসা প্রধান নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ডের এসএমএস পাননি সেসব মাদরাসা প্রধানকে নির্ধারিত লিংকে (https://forms.gle/mhjxVLivzwdrx4vR7) প্রবেশ করে ৫ ডিসেম্বরের মধ্যে মাদরাসার তথ্য পাঠানোর জন্য বলা হলো।
জানা গেছে, নির্ধারিত লিংকে প্রবেশ করে মাদরাসা এমপিওভুক্ত না ননএমপিও, বিভাগ, জেলা, থানা, মাদরাসার নাম, ইআইআইএন, সুপার বা অধ্যক্ষের নাম, ইনডেক্স নম্বর, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস অন্তর্ভুক্ত করতে হবে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে না পারা মাদরাসাগুলোকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।