নোট-গাইড বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার্থীদের পাঠ্যবই অনুসরণের পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি আরও বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে। আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। কোনো নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না।
বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)' নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সচিবালয়ে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।
আরও পড়ুন : সরকারের সঙ্গে প্রকাশকদের প্রতারণা : বৃত্তির নিশ্চয়তা দিয়ে নোট-গাইড বাজারে
গণশিক্ষা সচিব আরও বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউয়ের আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেয়া হবে। কোন নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। নোট-গাইড থেকে কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন সচিব।
অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ন সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দপ্তর সম্পাদক রাহুল শর্মাসহ অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।