‘নো বিসিএস, নো ক্যাডার’

নিজস্ব প্রতিবেদক |

সদ্য জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা মানবেন না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তাদের দাবি, ‘নো বিসিএস, নো ক্যাডার’। জাতীয়করণ হওয়া শিক্ষকদের নন ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের চাকরি শুধু ওই জাতীয়করণ হওয়া কলেজেই সীমাবদ্ধ রাখতে হবে।

এ দাবিপূরণে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সকল সরকারি কলেজে মানবন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) নগরীর চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সিটি সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তবে জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের গুণগত শিক্ষার মানরক্ষায় ক্যাডারভুক্ত করা যাবে না। কেননা, কয়েকটি ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিসিএস ক্যাডারে শিক্ষকরা অন্তর্ভুক্ত হয়েছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন।

এক্ষেত্রে কলেজ জাতীয়করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

চট্টগ্রাম কলেজে মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, ড. বিপ্লব গাঙ্গুলী, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক কামরুল আলম মঞ্জু, অধ্যাপক আনোয়ার মালেক, বেলাল হোসেন প্রমুখ।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মত যশোরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, সরকারি সিটি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, যশোর সরকারি কলেজ, যশোর মহিলা কলেজ ও যশোর শিক্ষাবোর্ডে কর্মরত শিক্ষকরা স্ব-স্ব ক্যাম্পাসে মানববন্ধন করেন।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোর জেলা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক সোলজার রহমান বলেন, বেসরকারি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে ৬টি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

দিনাজপুর ও রাজশাহীতেও মানবন্ধন হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029420852661133