পছন্দের স্কুল না পেলেও, ভর্তির আসন পাবেন সব শিক্ষার্থী : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থী পছন্দের স্কুলে ভর্তির সুযোগ না পেলেও ভর্তির আসন পাবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তুলনায় সরকারি-বেসরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত আসন আছে।

সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারি স্কুলগুলোতে ১ লাখ ৭ হাজারের বেশি আসন থাকলেও আবেদন করেছেন ৮ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী। অপরদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯ লাখের বেশি আসনে ভর্তির আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার শিক্ষার্থী। তাই সব শিক্ষার্থী হয়তো পছন্দের স্কুলে ভর্তির সুযোগ পাবেন না। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত আসন আছে। 

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় অসুস্থ ভর্তি যুদ্ধ বন্ধ হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হচ্ছে। এতে ভর্তি বাণিজ্য ও অসুস্থ কোচিং বাণিজ্য অনেকাংশে কমেছে। 

লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, একজন অভিভাবক গত বছর লটারি প্রক্রিয়ায় সংক্ষুব্ধ হয়ে রিটপিটিশন দায়ের করেছিলেন। কিন্তু আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে ডিজিটাল লটারিতে শিক্ষার্থী নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয়েছে। তাই আদালত রিট মামলাটি খারিজ করে দিয়েছেন।  

তিনি আরও বলেন, কোনো স্কুল বেছে বেছে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করলে তার ফল ভালো হবেই। কিন্তু আসল কৃতিত্ব দেখা যাবে যখন একজন সাধারণ শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠানগুলো ভালো ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনসহ শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, টেলিটক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজধানী বিভিন্ন সরকারি স্কুলের প্রধানরা অংশগ্রহণ করেন।

পরে বিকেল পাঁচটায় সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। দেশের ৫৪০টি সরকারি স্কুলের ১ লাখ ৭ হাজারের বেশি আসনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৯৯ হাজার ২৯০ জন। আরও সমসংখ্যক শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় আছেন। অপরদিকে বেসরকারি স্কুলের ৯ লাখের বেশি আসনে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার শিক্ষার্থী। বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0050239562988281