বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশের জন্য আশায় আছেন প্রায় ২২ হাজারের কিছু বেশি প্রার্থী। চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের তালিকাও প্রস্তুত। তাহলে বিলম্ব কেন!
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের(এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগ সুপারিশ হতে যাচ্ছে তাই মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে প্রধান উপদেষ্টার থেকে অনুমতি নেওয়ার। তাই ফল প্রস্তুত থাকা সত্ত্বেও অনুমোদনের অপেক্ষা করতে হচ্ছে।
তাহলে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, আমরা অপেক্ষায় আছি। অনুমোদন পাওয়া মাত্রই প্রকাশ হবে।
এর আগে গত মঙ্গলবার এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছিলেন এই সপ্তাহের মধ্যেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশিত হবে।
উল্লেখ্য, ২৪ জুলাই পর্যন্ত ভি-রোল ফরম জমা দেয়ার সময় নির্ধারিত ছিলো। আর প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসিএর কার্যালয়ে জমার দেয়ার সময়সীমা ছিলো ২৫ জুলাই পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফরম জমার এই সময় বাড়ানো হয়। এরপর ফের ভি-রোল ফরম জমা দেয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
গত ১০ জুলাই ভি-রোল ফরম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেয়ার মাধ্যমে শুরু করা হয়।
প্রসঙ্গত গত ১২ জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসিএ। এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।