দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শতশত শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবার সোচ্চার হয়েছেন। পদোন্নতির দাবিতে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব ডক্টর আব্দুর রশিদের কাছে জোরালো দাবি তোলেন তারা।
এর আগে তারা শিক্ষা ভবনে কলেজ শাখার পরিচালক প্রফেসর এবিএম রেজাউল করীমের কক্ষে যান। এ সময় তাদের তোপের মুখে প্রফেসর রেজাউল করিম নিজের কক্ষ থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চলে যান আলোচনার জন্য।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকেই বঞ্চিত দাবি করা শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন। গত বছরের শেষের দিকে শিক্ষাসচিব বরাবর তারা স্মারকলিপিও দিয়েছিলেন।
তখন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা দাবি করেছিলেন, ‘শিক্ষাব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি হলেও দীর্ঘ সময়েও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি।
একাধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, ক্যাডারদের উদ্দেশ্যমূলকভাবে অধিকারবঞ্চিত করা হয়েছে। ২০২৩ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছি। কিন্তু এখনো এসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পদোন্নতির সব যোগ্যতা অর্জিত হওয়া সত্ত্বেও সহকারী অধ্যাপক পর্যায়ে প্রায় ৩ হাজার জন এবং প্রভাষক পর্যায়ে প্রায় ২ হাজার ৫০০ জন কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় আছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পদোন্নতি প্রক্রিয়া চালু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা ক্ষোভে ফুঁসছেন।