পবিত্র কোরআন শরিফ পোড়ানো বন্ধে সম্মিলিত উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
সম্প্রতি সুইডেনের স্টকহোমে গত বুধবার একটি মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হলে রোববার এই আহ্বান জানায় ওআইসি।
সুইডেনে যিনি কোরআন পুড়িয়েছিলেন, তিনি ইরাক থেকে সেখানে গিয়েছিলেন। নাম সালওয়ান মমিকা। ৩৭ বছর বয়সী এই ইরাকি এমন দিনে কোরআন পোড়ান, যেদিন বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ইদুল আজহা এবং সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা পালন করছিলেন মুসলিমরা। ফলে স্টকহোমের ওই ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ জানানো হয়।
সূত্র : প্রথম আলো