পরিচালন মুনাফায় সোনালী ব্যাংকের রেকর্ড

আমাদের বার্তা প্রতিবেদক |

চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রেকর্ড ১ হাজার ৬৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক। এই মুনাফা গত বছরের একই সময়ে পরিচালন মুনাফার চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। গত বছরে এই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিলো ১ হাজার ৪৫ কোটি টাকা।  

একই সময়ে সোনালী ব্যাংকে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ ৯০ হাজার ৮২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিলো ৭৫ হাজার ৬৫ কোটি টাকা। একই সময়ে আমানত ও ঋণের অনুপাতের হার ৫৪ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ৫৪ শতাংশ হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার ৬ দশমিক ২৯ শতাংশ।

পরিচালনার মুনাফার পাশাপাশি সদ্য সমাপ্ত অর্ধবার্ষিকীতে প্রতিটি সূচকেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির আমানত বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২২ খ্রিষ্টাব্দের একই সময়ে আমানতের পরিমাণ ছিলো ১ লক্ষ ৩৮ হাজার ৩৭৩ কোটি টাকা, যা চলতি বছরে অর্ধবার্ষিকী শেষে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা। 

এছাড়া শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১২ কোটি টাকা। ২০২২ খ্রিষ্টাব্দে শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ ছিলো ১৬৫ কোটি টাকা। ২০২৩ খ্রিষ্টাব্দের জুন পর্যন্ত আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১৬ দশমিক ২২ শতাংশ হতে হ্রাস পেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশে অবনমিত হয়েছে।

২০২২ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মোঃ আফজাল করিম দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রযুক্তিনির্ভর সেবার পরিধি আরও বৃদ্ধিসহ ব্যাংকের সার্বিক ব্যবসা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে খেলাপি ঋণ হ্রাস, ঋণ ও আমানত বৃদ্ধি, আমানত-ঋণ অনুপাত বৃদ্ধি, লোকসানি শাখা কমিয়ে আনা, বিভিন্ন নতুন ঋণ ও আমানত স্কিম চালু, ব্যাংকের সার্বিক সূচকগুলোর মান উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে। এছাড়া গ্রাহকের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা চালু ও পরিধি বৃদ্ধি করেছে। এরমধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং ডিজিটাল ব্যাংকিংসেবার মাধ্যমে মানুষ সহজেই সকল ব্যাংকিং সুবিধা পাচ্ছে। এটিম বুথের সংখ্যা বৃদ্ধি, ডেবিট-ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপও নেয়া হয়েছে।  

সাফল্যের ধারাবাহিকতা বিষয়ে সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম বলেন, জনগণের ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।  

তিনি বলেন, গ্রাহকের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা প্রতিনিয়ত ব্যাংকিং সেবা আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করে তুলতে সচেষ্ট রয়েছি। চলতি বছরের শুরু থেকে ক্রমান্বয়ে সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে হিসাব খোলা, ই-ওয়ালেট মোবাইল অ্যাপের আইওএস ও এন্ড্রয়েড ভার্সনের মাধ্যমে দেশ-বিদেশ হতে লেনদেন এবং কিউআর কোডের মাধ্যমে অর্থ উত্তোলন, ২৪ ঘণ্টা কল সেন্টার (নম্বর ১৬৬৩৯) সেবা চালু করা হয়েছে। এর সুফল হিসেবে নানা সূচকে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ - dainik shiksha গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা - dainik shiksha পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য - dainik shiksha হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053050518035889