স্থগিত হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে নিয়োগ পরীক্ষা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। কোনো কারণ না জানানো হলেও খোঁজ নিয়ে জানা যায় মামলাসংক্রান্ত জটিলতায় শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয় এসব পরীক্ষা।
বিবিএস’র উপ-পরিচালক মো. আরিফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিএসের রাজস্ব বাজেটের ১২-২০তম গ্রেডের ২১ ক্যাটাগরির ৭১৪টি শূন্যপদে বিজ্ঞপ্তি দেয়া নিয়োগ পরীক্ষা (বাছাই/লিখিত) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়োগ পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিবিএসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিবিএস সূত্র আরও জানান, চলতি মাসেই ৬-৭ দিনব্যাপী এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রস্তুত নেওয়ার সময় কোটাসহ বিভিন্ন পদের বিপরীতে মামলার বিষয়টি আমলে নেওয়া হয়নি। তবে সংস্থাটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মামলার বিষয়টি ফয়সালা হলে পুনরায় পরীক্ষা নিতে উদ্যোগ নেওয়া হবে।