দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় পাঁচজন পরীক্ষার্থীকে ৫ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন বার কাউন্সিল কর্তৃপক্ষ। গত ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষার উত্তরপত্রে নিজ ফোন নম্বর দেওয়া, অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার জন্য পরীক্ষকের কাছে প্রস্তাব, পরীক্ষা-কেন্দ্রে দায়িত্বরত নারী ইনভিজিলেটর সম্পর্কে উত্তরপত্রে অনভিপ্রেত/অশালীন কথাবার্তা লেখার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ রোববার বার কাউন্সিলের সচিব আব্দুর রহমান সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঁচ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ পাঁচ পরীক্ষার্থী হলেন- আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী মো. লুৎফর রহমান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থী মোছা. মাকসুদা পারভীন, মেট্রোপলিটন আইডিয়াল ল' কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন আহমেদ, বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান ও ঝিনাইদহের জিয়াউর রহমান ল' কলেজের মো. আনিসুর রহমান।