ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময় প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করেন তাঁর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে অবশ্য সমালোচনার মুখে ওই ভিডিও নিজের আইডি থেকে মুছে ফেলেন শাহাদাত হোসেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, হল পরিদর্শন স্থানীয় সংসদ সদস্য হিসেবে করতে পারেন। পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়ে না। কারণ এতে পরীক্ষার্থীদের সমস্যা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ ভিডিও ধারণের বিষয়টি শুনেছি। এটা সংসদ সদস্য মহোদয়কে অবগত করেছি। ওনার পিএস কেন এটা করেছে এবং ভবিষ্যতে যাতে এমন কিছু না করে সে জন্য সতর্ক করা হয়েছে।’
সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘এটা কোনো সিরিয়াস মেটার না, ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে।’ এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।
কেন্দ্র পরিদর্শনের সময় ডিডিএলজি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, সংসদ সদস্যের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) ওমর ফারুক মোস্তাফিজ উপস্থিত ছিলেন।