পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেয়ায় কর্মচারীর মাঁথা ফাটালেন নেতার ভাই

দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম |

দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে এক ব্যক্তিকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেয়ায় চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ‌্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। আহত ওই কর্মচারীর নাম জসিম উদ্দিন। তিনি ওই বিদ‌্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্তরত।

এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক নামে এক যুবক। সে টোনগ্রাম এলাকার জাফর হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলীর চাচাতো ভাই।

এদিকে এ ঘটনায় ওই কর্মচারীর মাথা ফেঁটে যায় বলে জানা গেছে। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

জানা যায়, গতকাল পরীক্ষাকেন্দ্রের গেটে দায়িত্বে ছিলেন চতুর্থ শ্রেণির কর্মচারী জসিম উদ্দিন ও শফিকুল ইসলাম বাদল। এ সময় এনামুল হক নিজেকে অভিভাবক দাবি করে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। গেটে দায়িত্বরতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জসিমকে আঘাত করলে তার মাথা ফেঁটে যায়। 

তবে এ ঘটনার পরপরই অভিযুক্ত এনামুল সটকে পড়ে বলে তার বক্তব‌্য নেয়া সম্ভব হয়নি। 

ঘটনাস্থলে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলী বলেন, তার ছোট বোন ওই কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো। কলম দেয়ার জন‌্য যেতে চাইছিলো, কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি। তবে বিষয়টি আপস-মিমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেন্দ্র সচিব ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী জানান, বিষয়টি ইউএনও স‌্যারকে জানানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, কেন্দ্র সচিব তৈয়ব আলীকে আইনি পদক্ষেপ নেয়ার জন‌্য বলা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0032389163970947