দৈনিক শিক্ষাডটকম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলন করছেন। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় আন্দোলন শুরু করেন তারা।
আন্দোলনের এক পর্যায়ে বেলা ১টায় বিভাগের দাপ্তরিক সকল কার্যক্রম বন্ধ করতে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতেও আন্দোলন চালিয়ে যায় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে কোনো প্রকার সহিংসজনক কার্যক্রম এড়িয়ে যেতে নির্দেশ প্রদান করে প্রক্টর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের যে আন্দোলন তা অ্যাকাডেমিক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবত পরীক্ষা আকটে আছে। বারবার বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও তেমন কোনো আশ্বাসের মুখ দেখেননি তারা। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবিতে শনিবার আন্দোলনে নেমেছে তারা। এসময় শিক্ষার্থীরা ‘দায়িত্ব পালনে অবহেলা কেনো, বলতে হবে বলতে হবে।' 'শিক্ষার্থীরা রাজনীতির শিকার কেন, জবাব দিন জবাব দিন।’ ‘নিজেদের দায়িত্ব পালন করুন, পরীক্ষা নিন পরীক্ষা নিন।’ এমন নানা স্লোগানসহ প্লেকার্ড হাতে দেখা যায়।