দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : পরীক্ষার হলে বন্ধুদের উত্তর বলে না দেয়ায় তিনজন মিলে ওই সহপাঠিকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এ ঘটনায় ওই কিশোরকে গুরুত্বর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলার ভিওয়ান্ডী এলাকার এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ান টিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্কুলে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। মঙ্গলবার পরীক্ষার শেষে পরীক্ষাকেন্দ্রের বাইরে এক কিশোরকে আক্রমণ করে তার তিন জন সহপাঠী। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে ওই কিশোর বাড়ি ফিরে যায়।
অভিযোগ পেয়ে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, পরীক্ষার সময়ে আক্রান্ত কিশোর নিজের উত্তরপত্র বন্ধুদের দেখাতে চায়নি। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় তার বন্ধুরা। কিন্তু সে কোনো উত্তর বলে দেয়নি। এতেই তার বন্ধুরা তার ওপর চড়াও হয়।
এ ঘটনায় ওই তিন বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে আহত ছাত্র। পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় (ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত আঘাত) মামলা দায়ের করেছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।