পরীক্ষা শুরু না হতেই ভার্সিটি কোচিংয়ে ভর্তি-ক্লাস!

নিজস্ব প্রতিবেদক |

আগামী এপ্রিলে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার পরপরই শুরু হবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা। এই ভর্তি পরীক্ষার প্রতিযোগিতাকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান। কিন্তু পরীক্ষার চার মাস আগে থেকেই ভর্তিযুদ্ধকে পুঁজি করে কোচিং প্রতিষ্ঠানগুলো শুরু করে দিয়েছে রমরমা বাণিজ্য।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট এলাকায় কয়েকটি কোচিং সেন্টার ঘুরে দেখা গেছে, এপ্রিল মাসে অনুষ্ঠেয় এইচএসি পরীক্ষাকে কেন্দ্র করে সেন্টারগুলো বেশ প্রস্তুতি নিয়েছে। শুধু প্রস্তুতি নিয়েই থেমে নেই তারা। এরইমধ্যে ২০১৭ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম ভর্তি ও ক্লাসও শুরু করে দিয়েছে। অগ্রিম ভর্তি করানোর জন্য ভর্তি ফি’র ছাড় দেওয়ার ঘোষণাও দিয়েছে কোচিং সেন্টারগুলো।

ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে নিজেদের ‘সাফল্যের’ ব্যানার-ফেস্টুনে পুরো ফার্মগেট এলাকা ডেকে ফেলেছে কোচিং সেন্টারগুলো। তাদের এই ব্যানার-ফেস্টুনের কারণে ফার্মগেট এলাকাকে দেখলে মনে হবে যেন এটি কোচিংয়ের নগরী। কোচিং সেন্টারের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ফার্মগেটের ভবনগুলো। মাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে জীবনের অনেকাংশ স্বপ্নপূর্ণ হয়ে যায়। বাকিটা নির্ভর করে পরবর্তী অধ্যবসায় আর ত্যাগের ওপর। তাই মাধ্যমিক পরীক্ষা শেষের পর একদিনও দেরি করতে রাজি নন অভিভাবক কিংবা শিক্ষার্থীরা। শুরু হয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। কেউ কেউ এটাকে রীতিমতো ভর্তিযুদ্ধ বলেও মনে করেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের এই ‘প্রতিযোগিতার মানসিকতা’কে কাজে লাগিয়েই অগ্রিম ভর্তি ব্যবসা শুরু করে দিয়েছেন কোচিং সেন্টারের মালিকরা।

এইচএসসি পরীক্ষার আগেই কোচিংয়ে ভর্তি করানো এবং ক্লাস নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে একাধিক অভিভাবক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে ভর্তি হওয়া এখন একটি নিয়ম হয়ে গেছে। সবাই ভর্তি হয়, তাই আমরাও আমাদের ছেলে-মেয়েকে এনেছি ভর্তি করানোর জন্য।

আগাম ভর্তি ও ক্লাস নেওয়া প্রসঙ্গে একাধিক কোচিং সেন্টারের কর্মকর্তা বলেন, আগাম ক্লাস করলে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো করার দিকে ঝুঁকবেন এবং ভর্তিযুদ্ধে নিজেদের এগিয়ে রাখবেন।

এ বিষয়ে ‘আইকন বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম মোরাদ বলেন, আমরা এবার পরীক্ষা শেষ হওয়ার আগেই ভর্তি এবং ক্লাস শুরু করে দিয়েছি। এতে ভর্তি প্রতিযোগিতায় আমাদের কোচিং সেন্টারের শিক্ষার্থীরা এগিয়ে থাকবে।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030210018157959