মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
দুই রাজাকার হলেন, ফুলপুরের মাহাবুব আলম মণ্ডল (৭০) এবং ঈশ্বরগঞ্জের মো. হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেম (৬৫)। পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মেদ ভুইয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জানা গেছে, দুপুরে ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের বগাপোতা গ্রাম থেকে আসামি মো. হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেমকে গ্রেফতার করা হয়। তিনি গতকাল শনিবার গোপনে ঈশ্বরগঞ্জে এসে তার দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেছিলেন। অন্যদিকে ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় মেয়ের বাসা থেকে ফুলপুরের মাহাবুব আলম মণ্ডলকে গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া দুই রাজাকার লুটপাট ও অগ্নিসংযোগে হিন্দু সম্প্রদায়ের সদস্যকে পাকিস্তানী সেনাদের কাছে ক্যাম্পে সোপর্দ এবং নির্যাতনের পর হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত।