বাংলা ভাষার পঠন পাঠনকে আরও বেশি গুরুত্ব দেয়ার জন্যে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো। তারা রাজ্যের সব ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাকে দ্বিতীয় পত্র হিসেবে চিহ্নিত করলো।
এর ফলে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় বাংলা বাধ্যতামূলক হলো। পশ্চিমবঙ্গের স্কুলে পড়াশোনা করতে গেলে এরপর থেকে বাংলা শিখতেই হবে- এই বিষয়টি কার্যত চালু হয়ে গেল।
মন্ত্রিসভার বৈঠকে আরেকটি বড় সিদ্ধান্ত- পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দেয়া কলেজের মতো স্কুলেও চালু হবে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান। একেকটি সেমিস্টারের শেষে স্কুলেই পরীক্ষা হবে।
অর্থাৎ, স্কুলগুলির দায়িত্ব বাড়বে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অযথা ছাত্রছাত্রীদের মনে চাপ সৃষ্টি করে বলেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানাচ্ছে।